বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুর জেলা জাতীয় পার্টি নেতার ১বছরের জেল ও জরিমানা
গাজীপুর জেলা জাতীয় পার্টি নেতার ১বছরের জেল ও জরিমানা
গাজীপুর প্রতিনিধি :: চেক প্রতারণার মামলায় জাতীয় পার্টি (এরশাদ) গাজীপুর জেলা কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে এক বছরের কারাদন্ড ও জরিমানা করেছে আদালত ৷
১৩ অক্টোবর মঙ্গলবার গাজীপুরের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আলী আহসান এই রায় দেন ৷
মামলার বিবরনে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদুর্লভ খাঁ গ্রামের আহসান আলীর পুত্র দবির হোসেনকে বিদেশে পাঠানোর কথা বলে দুই লাখ পঁচাত্তুর হাজার টাকা নেন মোস্তফা ৷ দীর্ঘদিন ঘুরাঘুরি করে বিদেশে পাঠাতে না পেরে টাকা ফিরিয়ে দিতে দবির হোসেনকে চেক প্রদান করে মোস্তফা ৷ ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক প্রত্যাখাত হয় ৷ পরে দবির হোসেন আইনজীবির মাধ্যমে পাওনা পরিশোধ করতে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে লিগ্যাল নোটিশ প্রদান করেন ৷ কিন্তু টাকা পরিশোধে কোনো উদ্যোগ গ্রহন না করায় গাজীপুরের সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এন আই অ্যাক্ট এর ১৩৮ ধারায় সিআর মামলা দায়ের করে ৷ পরে মামলাটি স্থানান্তরিত হলে গাজীপুরের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন ৷
এড. আসাদুল্লাহ বাদল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বাদী বিদেশে যাওয়ার জন্য সরল বিশ্বাসে পাশ্ববর্তী ঘাগটিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তফাকে টাকা দেয় ৷ আদালত চেক ডিসঅনার মামলায় এক বছরের কারাদন্ড ও বাদীর দাবিকৃত টাকার দ্বিগুন পরিমান ৫লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন৷ রায় ঘোষণার সময় মামলার আসামী মোস্তাফিজুর রহমান মোস্তফা আদালতে অনুপস্থিত ছিলেন ৷ তিনি গাজীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ৷ আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.২৮ মিঃ