মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দাখিল
পানছড়িতে স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দাখিল
মোঃ হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উল্টাছড়ি গুচ্ছ গ্রাম প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান মোঃ হানিফের বিরুদ্ধে একটি মহল স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দাখিল করার লিখিত অভিযোগ পাওয়া গেছে ৷ আবু হানিফ পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের পিতা ৷
জানাযায়, উল্টাছড়ি বাঙ্গালী গুচ্ছ গ্রামের প্রকল্প চেয়ারম্যান মোঃ আবু হানিফের নানা প্রকার দূর্নীতি দেখিয়ে গত ২৬শে জুন ৫নং উল্টাছড়ি ইউপি যুবলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনকে ১নং অভিযোগকারী দেখিয়ে ২৫জন স্বাক্ষরিত একটি অভিযোগ, জেলা প্রশাসক খাগড়াছড়ি বরাবরে দাখিল করা হয়৷ এছাড়াও সদয় অবগতির জন্য জিওসি মহোদয়, ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম বিভাগ, মাননীয় সংসদ সদস্য, ২৯৮নং খাগড়াছড়ি আসন, খাগড়াছড়ি, মাননীয় সভাপতি/সম্পাদক, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি, সভাপতি/সম্পাদক সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়িকে অনুলিপি দেওয়া হয়৷
অভিযোগ মূলে অনুসন্ধান করে জানাযায়, ১, ২, ৪, ৫, ৭, ১০, ১১, ১৪, ২১, ২৩নং অভিযোগকারীর নামে গুচ্ছ গ্রাম ভিক্তিক কোন রেশন কার্ড নেই ৷ অপর দিকে ৩নং অভিযোগকারী দীর্ঘ দিন চট্টগ্রামে বসবাস করছে, তার পরিবার পরিজন এলাকাতেই আছে ৷ ১১নং অভিযোগকারী দীর্ঘ দিন যাবত্ রাঙামাটি জেলায় বসবাস করছেন ৷ ১৪ নং অভিযোগকারীর রেশন কার্ড মধ্যনগর গুচ্ছ গ্রামে৷
এছাড়াও ১, ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৪, ২৫ নং অভিযোগকারীসহ অপরআপর অভিযোগকারীগন বলেন, আমরা তো কোন অভিযোগে স্বাক্ষর করিনি৷ যে বা যারা আমাদের স্বাক্ষর জাল করে সরকারী পদস্থ কর্মকর্তাদের সময় নষ্ট করেছে এবং আমাদের অনুমতি ব্যাতিত নাম ব্যবহার করেছে আমরা তার বিচার চাই৷
২৬শে জুন/২০১৬’র অভিযোগের প্রেক্ষিতে ১৭জন অভিযোগকারী অন্য একটি লিখিত অভিযোগে বলেন, মাননীয় জেলা প্রশাসক বরাবরে ২৬শে জুনের দাখিলকৃত অভিযোগে আমরা স্বাক্ষর করিনি বা সেই স্বাক্ষর সম্পর্কে আমরা অবগত নই এবং উক্ত অভিযোগটি উদ্দ্যেশ্য প্রনোদিত ৷ এছাড়াও সদয় অবগতির জন্য জিওসি মহোদয়, ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম বিভাগ, মাননীয় সংসদ সদস্য, ২৯৮নং খাগড়াছড়ি আসন, খাগড়াছড়ি, সভাপতি/সম্পাদক, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি, সভাপতি/সম্পাদক সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়িকে অনুলিপি দেওয়া হয়৷
উল্টাছড়ি বাঙ্গালী গুচ্ছ গ্রামের প্রকল্প চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা মিথ্যা তো বটেই বরং এটা একটা ষড়যন্ত্র। মানুষের স্বাক্ষর জাল করে একটি মহল মিথ্যা অভিযোগ করেছে৷
১নং অভিযোগকারী মোঃ জসিম উদ্দিন বলেন, আমি কোন অভিযোগে স্বাক্ষর করিনি৷
এব্যাপারে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, সবাইকে ডেকে যাচাই বাছাই ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷