বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪
গাজীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে কুকুরের কামড়ে শিশু ও গৃহবধূসহ ১৪ জন আহত হয়েছে৷ আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়৷
এলাকাবাসীরা জানায়, কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় ১৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি কুকুর প্রবেশ করে৷ পরে যাকে সামনে পায় তাকেই কামড়ে দেয়৷ ওই কুকুরের কামড়ে তিন শিশু, গৃহবধূ, কারখানার শ্রমিক, পথচারীসহ ১৪ জন আহত হন৷ আহতদের মধ্যে জিসান হোসেন (৭), জুঁই আক্তার (৮), রিফাত হোসেন (১০) ইমন হোসেন (১২), জিয়াসমিন বেগম (৩৮), রেবেকা বেগম (৩৫), কামরুজ মিয়া (৩৯), তোফাজ্জল হোসেন (২৭), ইয়াসিন মিয়া ও (৭০) সিনাবহ এলাকার এবং বাকী পাঁচজন স্থানীয় কারখানার শ্রমিক ও পথচারী৷ তাদের নাম জানা যায়নি৷ পরে এলাকাবাসী লাঠি হাতে জড়ো হয় এবং ধাওয়া দিয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে৷
এ ব্যাপারে মৌচাক ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে৷