বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি :: (৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মিঃ) ‘কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজম্মের সুরক্ষা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙামাটি জেলার কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ২১ জুলাই বৃহষ্পতিবার সকাল ১০টায় এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির এমওএমসিএইস ডাঃ বেবী ত্রিপুরা৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেযারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং)৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী হেলথ কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর তারাকেশ্বর ভট্টাচার্য্য, সাংবাদিক মোঃ ওমর ফারুক, বেতবুনিয়া সুর্য্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাবুল দেওয়ানজি প্রমুখ৷
বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি জনসংখ্যা বহুল দেশ৷ এ দেশ জনসংখ্যা বহুল হলেও দেশের জনসংখ্যা জনশক্তিতে রুপান্তরিত করতে পারলে জনসংখ্যা বোঝা নয়৷ তাছাড়া কিশোরীদের স্বাস্থ্য সেবায় গুরুত্ব দিতে হবে৷ কিশোরীরা দেশের সম্পদ৷ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ১০লাখ৷ তারমধ্যে কিশোরী হলো জনসংখ্যার ২৩ ভাগ৷ তাই কিশোরীদের কোন প্রকার অবহেলা করা যাবেনা৷ আজকের কিশোরী আগামী দিনের মা সেহেতু কিশোরী বিষয়কে ছোট করে দেখার কোন অবকাশ নেই ৷
আলোচনা শেষে কাউখালী উপজেলা শ্রেষ্ঠ এফডব্লউউএ বেতবুনিয়া শাহনুর আক্তার, শ্রেষ্ঠ এফডব্লউবি ঘাগড়ার চম্পা চাকমা,
শ্রেষ্ঠ এফডব্লউবি ঘাগড়ার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ বেতবুনিয়া, শ্রেষ্ঠ এনজিও সূর্য্যের হাসি ক্লিনিককে প্রধান অতিথি সনদ পত্র তুলে দেন।