বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পানছড়ি প্রতিনিধি :: (৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬ পালিত হয়েছে৷এ উপলক্ষে ২১ জুলাই বৃহষ্পতিবার সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের তত্ববধানে কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা পরিষদ মিলানয়াতনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা৷ এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংঞ্চাঙ্গ্যা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রদুত্তোর চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিব ত্রিপুরা প্রমূখ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা৷
আলোচনা সভার পূর্বে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়৷ এসময় উপজেলার বিভিন্ন প্রশাসনিক কমকর্তা, বিভিন্ন এনজিও কর্মীগন র্যালীতে অংশ নেন৷