বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা
বিশ্বনাথে জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মিঃ) ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷ ১৯ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়৷ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী৷
উপজেলা বিআরডিবি’র মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার নজরুল ইসলাম’র সভাপতিত্বে ও মেরী স্টোপস ক্লিনিকের ম্যানেজার আবদুন নূর’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, মেডিকেল কর্মকর্তা ডাক্তার ফাহিমা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী৷ বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা নীলিমা রানী দাস, পরিবার কল্যাণ সহকারী শংকরী রাণী চৌধুরী৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্ত আলীনূর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ৷
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী৷ শ্রেষ্ঠ ‘পরিবার কল্যাণ সহকারী’ শংকরী রাণী চৌধুরী, শ্রেষ্ঠ ‘পরিবার পরিকল্পনা পরিদর্শক’ একেএম শামছুজ্জামান, শ্রেষ্ঠ ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ রীণা বালা দে, শ্র্রেষ্ঠ ‘ইউনিয়ন পরিষদ’ রামপাশা ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ ‘ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র’ লামাকাজী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শ্রেষ্ঠ ‘বেসরকারি সংস্থা’ মেরী স্টোপস ক্লিনিক-বিশ্বনাথ৷