শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » জঙ্গীবাদ মোকাবেলায় আলেম সমাজকে ভুমিকা রাখতে হবে
জঙ্গীবাদ মোকাবেলায় আলেম সমাজকে ভুমিকা রাখতে হবে
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খগড়াছড়ির মাটিরাঙ্গায় জঙ্গীবাদ মোকাবেলায় আলেম সমাজকে ভুমিকা রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেছেন, ইসলামের অগ্রযাত্রাকে রোধ করতেই একটি সন্ত্রাসী গোষ্ঠি সারাদেশে ইসলামী নামে জঙ্গী তত্পরতা চালিয়ে যাচ্ছে৷ জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে ইসলাম সমর্থন করেনা উল্লেখ করে তিনি মসজিদে মসজিদে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী বয়ান দিতে উপজেলা সকল ইমামদের প্রতি আহবান জানান৷
তিনি ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলায় জঙ্গীবাদ প্রতিরোধে মসজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন৷
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার দুই শতাধিক ইমাম ও ধর্মীয় নেতার অংশগ্রহণে এ আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রায়হানুল হারুন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, গাজীনগর জামে মসজিদের ইমাম মাও. মো: আবদুল জলিল, মোল্লাবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো: ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন৷