শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে বাউবি ছাত্র সংগঠনের উদ্যেগে জঙ্গি বিরোধী মানববন্ধন
চট্টগ্রামে বাউবি ছাত্র সংগঠনের উদ্যেগে জঙ্গি বিরোধী মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৩মিঃ) দেশকে জঙ্গিবাদে নিমজ্জিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাউবির শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাউবি চট্টগ্রাম অাঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী । বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিআরবি অঞ্চলিক কেন্দ্রের সামনে
বাউবি ছাত্র সংগঠন ডাক দিয়ে যাই এর উদ্যেগে আয়োজিত জঙ্গি বিরোধী এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। তিনি আরো বলেন জঙ্গিবাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করা না গেলে দেশ ও জাতির সংকট কাটবে না। জঙ্গিবাদি কর্মকান্ড দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়, ব্যবসা-বাণিজ্য তথা প্রতিটি নাগরিকের জীবন যাত্রা হুমকির মুখে ফেলে দেয়। তিনি জঙ্গি তৎপরতাকে এক শ্রেণীর দেশীয় অশুভ চক্রের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বলেও আখ্যায়িত করেন। ভাল ঘরের ছেলেদের বিভ্রান্ত করে ধর্মীয় জঙ্গিগোষ্ঠীতে পরিণত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে বিভ্রান্তকারি এই চক্রকে আমাদের খুঁজে বের করতে হবে, কেন এবং কি জন্য তারা এই কাজ করছে তা বের করতে হবে। একইসঙ্গে তরুণ-যুবকেরা এই ধ্বংসাত্মক পথে আর যেন পা না বাড়ায় তারও ব্যবস্থা করতে হবে। ডাক দিয়ে যাই চট্টগ্রাম অঞ্চলের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ২২ জুলাই শুক্রবার বাউবি ছাত্র সংগঠন ডাক দিয়ে যাই এর আয়োজনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম সিআরবি অঞ্চলিক কেন্দ্রের সামনে জঙ্গি বিরোধী এক মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই এর কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুসলিম আলী, চট্রগ্রাম অঞ্চলের সহ সভাপতি, শাহজাহান সেলিম, সহ সভাপতি, রেজাউল করিম, সহ সভাপতি বিশ্বজিত মজুনদার, সাধারণ সম্পাদক জনি বড়ুয়া সহ সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহক্রীড়া সম্পাদক মো. হানিফ, অনলাইন গণমাধ্যমের (রাউজান) প্রতিনিধি সালমান চৌধুরী,ডাক দিয়ে যাই এর চট্টগ্রাম অঞ্চলের সদস্য মেহেদি হাসান, রুবেল হোসেস, ইকবাল হোসেন, মো. রভিন, কলি আক্তার, শারমিন অাক্তার, ও ডাক দিয়ে যাই চট্টগ্রাম অঞ্চলের সকল নেতৃবৃন্দরা।