শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের সঙ্গে স্কাইপিতে কথোপকথন উদ্বোধন
গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের সঙ্গে স্কাইপিতে কথোপকথন উদ্বোধন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২২মিঃ) ডিজিটাল প্রযুক্তি স্কাইপির মাধ্যমে কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুরা তাদের মাতা-পিতা ও অভিভাবকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথোপকথন উদ্বোধন করা হয়েছে৷ সমাজকল্যাণ মন্ত্রনালয়ধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী উন্নয়ন কেন্দ্রে ২৩ জুলাই শনিবার সকালে এ কথোপকথন উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি৷
এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা তিনি দেখে যেতে পারেননি৷ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাসত্মবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন৷ প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয় ডিজিটাল প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ নানা প্রতিবন্ধকতার প্রাচীর ভেঙ্গে দিয়ে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অক্লানত্ম পরিশ্রম করে যাচ্ছেন৷ প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন ১৬ কোটি মানুষ কি ভাবে ভাল থাকতে পারে৷
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব ডঃ চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারক মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারক শেখ হাসান আরিফ, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম প্রমুখ৷
উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শংকর শরণ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ সহ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাগণ৷
আয়োজকরা জানান, কিশোরী উন্নয়ন কেন্দ্র কোনাবাড়ি, কিশোর উন্নয়ন কেন্দ্র টঙ্গী ও কিশোর উন্নয়ন কেন্দ্র পুলের হাট যশোর এ তিনটি কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়৷ আদালতের মাধ্যমে আইনের সংঘাতে জড়িত ও সংস্পর্শে আসা এসব শিশু, কিশোর-কিশোরীদের মা-বাবা ও অভিভাবকদের সঙ্গে স্কাইপির মাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছে সরকার৷ অভিভাবকরা নিজ জেলায় থেকে নিবাসে থাকা তাদের সনত্মানদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন৷ শনিবার এই তিনটি কেন্দ্র থেকে ১১ জন শিশু, কিশোর-কিশোরী স্কাইপির মাধ্যমে সরাসরি রাজশাহী, পাবনা, নড়াইল, চট্টগ্রাম, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারিপুর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় তাদের মা-বা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছে৷