বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে ৩ জন নিহত
কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে ৩ জন নিহত
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় যাত্রীবাহি চান্দেরগাড়ি জীপ ও মালবাহি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে এতে আহত হয়েছে কমপক্ষে আরো ৬ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার মোহাম্মদ সোবহান (৬৭) ও চকরিয়ার হাজী পাড়ার আনোয়ার হোসেন (৭০)। তবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। মৃতদেহ ডুলাহাজারার মালুমঘাটের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল, দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মালুমঘাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারমূখী মালবাহি পিকআপ (চট্টমেট্রো- ১১-৪১০৫) এর সাথে চকরিয়াগামী যাত্রীবাহি চান্দের গাড়ি জীপ (ঢাকা- ভ- ১১২৬) বৃহস্পতিবার পৌনে ১২ টার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চান্দেরগাড়ি জীপের যাত্রীদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে নিহত হন। গুরুত্বর আহত হন ড্রাইভারসহ ৬ জন। তাদের মধ্যে ড্রাইভারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারীরা। স্থানীয় মেদাকচ্ছপিয়া বনবিটের পাহারাদার ও দূর্ঘটনায় আহতদের উদ্ধারকারী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন যাত্রীবাহি জীপের বেশ ক‘জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট আনোয়ার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মালবাহি পিকআপের ব্রেক ফেল হওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে। তৎমধ্যে পিকআপের চালক পলাতক রয়েছেন।
চকরিয়া-পেকুয়ার এএসপি (সার্কেল) মাসুদ আলম বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
স্থানীয় একটি সূত্রের দাবী হাইওয়ে পুলিশের ব্যাপক চাঁদাবাজির কারণে ঘটেছে এ দূর্ঘটনা। তারা মালুমঘাট হাইওয়ে পুলিশ মালবাহি পিকআপ ভ্যানের কাছ থেকে টাকা নেওয়ার জন্য সিগন্যাল দিলে পিকআপ চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টার সময় যাত্রীবাহি জীপের সাথে সংঘর্ষ হয় বলে দাবী করেন।
আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪০ মিঃ