বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বান্দরবান » আলীকদমে গ্রামীন নারী দিবস উদযাপিত
আলীকদমে গ্রামীন নারী দিবস উদযাপিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::”বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর” এই ভুমিকায় পার্বত্য বান্দরবানের আলীকদমে উদ্যাপিত হয়েছে গ্রামীন নারী দিবস-২০১৫ ৷ গতকাল বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ চত্তর হতে বর্ণঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এবিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ র্যালীটি আলীকদম উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আলীকদমের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয় ৷
উপজেলা প্রশাসন ও শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায়, ইকো ডেভালপমেন্ট, এসআইডিআর প্রকল্পের আয়োজনে ও ইকো ডেভল পমেন্ট এর এসআইডিআর প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর অংনু থোয়াই মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নারীরা সমাজে পুরুষদের ছেয়ে কোন অংশে পিছিয়ে নেই ৷ বর্তমান বিশ্বায়নের বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদের নারী সমাজকেও সমান তালে এগিয়ে আসতে হবে ৷ বক্তারা আরো বলেন, বর্তমানে আমাদের স্কুল কলেজগুলোতে ছেলেদের ছেয়ে মেয়েদের উপস্থিতি অনেকাংশে বেড়েছে ৷ যা সত্যি আমাদের জন্য গর্বের বিষয় ৷ এছাড়া বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে ৷
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাইনথপ ম্রো ৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা কল্লোল কুমার সেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা আব্দুল মান্নান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফোগ্য মার্মা, উপজেলা মহিলা লীগের সভাপতি এনুছা মার্মা, ইকো ডেভলপমেন্ট এসআইডিআর প্রকল্পের প্রকল্প সমন্ময়ক উত্তম কুমার চৌধুরী প্রমুখ ৷ আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.১০ মিঃ