রবিবার ● ২৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জনসংখ্যাএখন সমস্যা নয় সম্পদ
জনসংখ্যাএখন সমস্যা নয় সম্পদ
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ওয়াহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জনসংখ্যা এখন সমস্যা বা আপদ নয়, এখন সম্পদ৷ এক সময় জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা ছিল৷ কিন্তু বর্তমানে জনসংখ্যা দিনদিন মানব সম্পদে রূপানত্মরিত হচ্ছে৷ দেশে শিশু মৃত্যু, মাতৃ মৃত্যুর হার কমেছে৷ গড় আয়ু এবং মানুষের মাথাপিছু আয় এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে৷
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ জনসংখ্যা নিয়ন্ত্রনের মাধ্যমে তাদের সামগ্রিক উন্নয়ন সাধন করেছে৷ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশটি এত দিন পিছিয়ে ছিল৷ বর্তমান সরকারের সার্বিক কর্মপ্রচেষ্টায় এদশের জনসংখ্যা এখন জনসম্পদে রূপানত্মরিত হচ্ছে৷ কৃষি উত্পাদন বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ জনগোষ্ঠি পুষ্টিকর খবার পাচ্ছে৷ ফলে মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে৷ কোন মা এখন তার শাল দুধ গর্ভখালাসের পর ফেলে না দিয়ে শিশুদের খাওয়ায়৷ এই শালদুধ শিশুদের শ্রেষ্ঠ খাবার৷ এভাবেই আমাদের জাতীয় অগ্রগতি সাধিক হচ্ছে৷ বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হচ্ছে৷
গতকাল রোববার দুপুরে ঢাকাস্থ মেরিস্টোপ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্্র-এ এক বিশেষ বন্ধ্যাকরণ শিবির পরির্দশনকালে সংৰিপ্ত আলোচনায় তিনি উপরোক্ত কথা বলেন৷
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরম্নল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সচিব ও পরিবার পরিকল্পনা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মো. কতুব উদ্দিন, লাইন ডাইরেক্টর মো. মঈন উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. লুত্ফুন্নাহার জেসমিন৷
এবসয় উপস্থিত ছিলেন মেরিস্টোপ’র জেনারেল ম্যানাজার মো. আবু তাহের, ডা. সাইফুল ইসলাম, ডা. মোসত্মফা হোসেন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র সাহা, গোয়ালাবাজার ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক আবদুল মুকিত, অংলকারী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশ মো. আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশ সামছুজ্জামান মিলন প্রমূখ৷
এসময় বন্ধ্যাকরণ শিবিরে বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলার প্রায় অর্ধশতাধিক রোগীকে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী প্রদ্ধতি দেয়া হয়৷ মহাপরিচালক এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন৷