রবিবার ● ২৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে ইউপি চেয়ারম্যান তারাজুলের দাফন সম্পন্ন
গাবতলীতে ইউপি চেয়ারম্যান তারাজুলের দাফন সম্পন্ন
বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলী’র সোনারায় ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা তারাজুল ইসলাম (৪০) দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হওয়ার পর বগুড়া শহরের কানছগাড়ীতে তেসলা নিউরোসাইন্স হাসপাতালে দূীর্ঘ ১৫দিন লাইফ সাপোর্ট দেওয়ার পর ২৩ জুলাই শনিবার রাঁত পৌনে ৯টায় তিনি মারা যান৷ তাঁর লাশ ময়না তদন্তের পর রবিবার ৪র্থবার নামাজে জানাযা শেষে নিজ গ্রাম আটবাড়ীয়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে৷
জানা যায়, আটবাড়ীয়া গ্রামের জসমুতুল্লাহ মোল্লার পুত্র সোনারায় ইউপি চেয়ারম্যান তারাজুল আটবাড়ীয়া গ্রামের বাড়ীতে শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন৷ অজ্ঞাত দুই ব্যক্তি তার শোবার ঘরের জানালায় গিয়ে তাকে ডাক দিলে তারাজুল জানালা খুলে কথা বলার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়৷ দুর্বৃত্তদের গুলিতে তারাজুল মাথায় গুলিবৃদ্ধ হন৷ এরপর তাকে চিকিত্সার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়৷ সেখান থেকে বগুড়ায় নিয়ে এসে কানছগাড়ীতে লাইফ সাপোর্টে রেখে তার মাথায় সফল (অপারেশন) অস্ত্রোপচার করা হয়৷ তারাজুলকে দূীর্ঘ ১৫দিন আইসিইউতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেয়া হয়৷ শনিবার লাইফ সাপোর্ট থাকা অবস্থায় রাঁত পৌনে ৯টায় তার মৃত্যু ঘটে৷ এরপর তারাজুলের প্রথমে বগুড়া আলতাফুন নেছা খেলার মাঠ, এরপর গাবতলী উপজেলা পরিষদ চত্তর, পীরগাছা উচ্চ বিদ্যালয় ও সর্বশেষ আটবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে৷ নামাজে জানাযায় অংশগ্রহন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু, মুঞ্জুরুল আলম মোহন, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম পিন্টু, শহর আওয়ামীলীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহবায়ক সাহাদত্ হোসেন শাহীন, বিএমএ বগুড়া’র সভাপতি ডাঃ মোসত্মফা আলম নাননু, গাবতলী ইউএনও মুহাঃ আহসান হাবিব, ওসি শাহীদ মাহমুদ খান, গাবতলী উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, রফিকুল ইসলাম রাঙ্গা, আগানিহাল বিন জলিল তপন, সাইফুল ইসলাম, মরহুমের বড় ভাই হাফিজার রহমান প্রমূখ৷