মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা
কাউখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা
কাউখালী প্রতিনিধি :: (১১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৫মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আরএইচস্টেপ এর আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ,সাংবাদিক, ধর্মীয় শিক্ষা গুরু, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা ২৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা সদরের আরএইচস্টেপইউবিআর কাউখালী ক্লিনিকে অনুষ্ঠিত হয়৷
“ওরগেনাইজ মিটিং উয়িথ কমিউনিটি লিডারর্স টু সেনসেটিজ দেম এ্যবাউট এস আরএইচআর” আয়োজিত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন আরএইচস্টেপ কাউখালী ক্লিনিক ম্যানেজার তুহিন চাকমা, সাংবাদিক মোঃ ওমর ফারুক, কলমপতি ইউ পি মেম্বার মোঃ রফিকুল ইসলাম,কলমপতি ইউ পি মেম্বার নির্মল দাশ, ঘাগড়া ইউ পি মেম্বার ঝর্না চাকমা, ঘাগড়া ইউ পি মেম্বার পুর্নধন চাকমা, পাড়া কার্বারী বিমল কান্তি চাকমা, পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুপেন চাকমা, আরএইচস্টেপ এসআরএইচআর ট্রেনার সবুজ চাকমা, এসআরএইচআর এ্যাডুকেটর রাজিব বিশ্বাস ও এ্যাডুকেটর কোহেলী চাকমা। আযোজিত মতবিনিময় সভায় আর এইচ স্টেপ কাউখালী ক্লিনিক ম্যানেজার তুহিন চাকমা বলেন, আমরা মুলত ৩ টি বিষয় নিয়ে মুলত কাজ করি৷ শিক্ষা,সেবা,এ্যাডভোকেসী৷ সাংবাদিক মোঃ ওমর ফারুক বলেন, আর এইচ স্টেপ এন জি ও কাউখালী উপজেলার প্রত্যন্ত এলাকায় যে ভাবে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন তা সত্যি প্রশংসা পাওয়ার দাবিদার৷ অন্যদিকে মেম্বার মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা চাই আগামী দিনে যেন আর এইচ স্টেপ কাউখালী উপজেলার প্রতিটি পাড়ায় মহল্লায় স্বাস্থ্য সেবা দিয়ে এগিয়ে যাক৷ পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুপেন চাকমা বলেন,বিদ্যালয়ে যে ভাবে আর এইচ স্টেপ কিশোর কিশোরীদের বয়সঃসন্ধিকালের যে শিক্ষা দিয়ে থাকেন তা সত্যি খুবই গুরুত্বপুর্ন৷ এ ধরনের কার্য্যক্রম আর এইচ স্টেপ কাউখালী উপজেলার সর্বত্র অব্যাহত রাখবেন এটাই মতবিনিময় সভায় উপস্থিত সকলের প্রত্যাশা রাখেন ৷