মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে স্নাতক আন্ডার গ্রাজুয়েট প্রথম বষের্র ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর
চুয়েটে স্নাতক আন্ডার গ্রাজুয়েট প্রথম বষের্র ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (১১শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৩মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক আন্ডার গ্রাজুয়েট কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ০৫ নভেম্বর, ২০১৬ শনিবার অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত চুড়ান্ত বরা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি এবং পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: হযরত আলী, কমিটির সদস্যগণ যথাক্রমে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোস্তফা কামাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক. ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী এবং কমিটির সচিব রেজিষ্টার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে চুয়েটের ওয়েবসাইটে-www.cuet.ac.bd