মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সব হারিয়ে জনগণই আমার অভিভাবক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
সব হারিয়ে জনগণই আমার অভিভাবক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাবা-মা আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে এখন জনগণই আমার অভিভাবক৷
২৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রীর চাচা মরহুম শাহাবুদ্দিন আহমেদের স্মরণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
প্রতিমন্ত্রী বলেন, ১৯৮৪ সালে গণতন্ত্র রক্ষা করতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন আমার বাবা ময়েজউদ্দিন আহমেদ৷ দু’বছর আগে মাকে হারিয়েছি৷ অভিভাবক হিসেবে ছিলেন চাচা শাহাবুদ্দিন আহমেদ৷ কিন্তু তিনিও গত ২৩ জুলাই মারা গেলেন৷ সবাইকে হারিয়ে কালীগঞ্জের সর্বসত্মরের জনগণই এখন আমার অভিভাবক৷
প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণ ও স্থানীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সহযোদ্ধা হিসেবে কাজ করে যাব৷
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহা আলম দেওয়ান প্রমুখ৷
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে শাহাবুদ্দিন আহমেদের কবর জিয়ারত ও দোয়া করেন৷