বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জঙ্গি হাসানের বাড়ী বগুড়ায়
জঙ্গি হাসানের বাড়ী বগুড়ায়
বগুড়া জেলা প্রতিনিধি :: ২৬ জুলাই মঙ্গলবার সকালে পুলিশ ঢাকা কল্যাণপুরের জাহাজ বিল্ডিং নামের বাড়ী থেকে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত রাকিবুল হাসান রিগেন (১৮) কে আটক করেছে পুলিশ৷ গ্রেফতারকৃত হাসানের বাড়ী বগুড়া শহরের ৮নং ওয়ার্ড জামিল নগরে৷
জানা যায়, হাসান গত বছরের ২৬ জুলাই বাড়ী থেকে কোচিং করার উদ্দেশ্যে বের হয়ে নিরুদ্দেশ হয়৷ সে জামিল নগর এলাকার মৃত রেজাউল করিমের পুত্র৷ হাসান ২০১৩ সালে করতোয়া মাল্টিমিড়িয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ২০১৫সালে বগুড়া সরকারী শাহ-সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষার পর বগুড়া জলেশ্বরীতা রেটিনা কোচিং সেন্টারের ছাত্র ছিল এরপর সে নিরুদ্দেশ হয়ে যায়৷ হাসানের বাবা মারা গেলেও মা রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা পদে চাকুরীরত রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়৷ এরপর পুলিশ মঙ্গলবার হাসানের মা রোকেয়া আক্তার কে আটক করার পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন৷ এদিকে আহত হাসান পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ নাই৷ তবে কল্যাণপুরে একটি বাসায় তিনি বাবুর্চির কাজ করত৷ হাসানের মা রোকেয়া আক্তার জানান, বগুড়া সদর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে৷ আমার ছেলে গত বছরের ২৬জুলাই কোচিং যাওয়ার জন্য বাড়ী থেকে বের হলে সে আর বাড়ীতে ফিরে আসেনি৷ এরপর বহু খুজাখুজির পর সদর থানায় একটি জিডি করে ছিলাম৷ বগুড়া সদর থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুলহাজ জানান, ঢাকায় গুলিবিদ্ধ অবস্থায় আটক রাকিবুল হাসান রিগেনের বাড়ী বগুড়ায়৷ তবে সে বাড়ী থেকে নিখোঁজ হয়েছিল৷