শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » পকেট কমিটি মেনে নেয়া হবে না : সমীরণ দেওয়ান
পকেট কমিটি মেনে নেয়া হবে না : সমীরণ দেওয়ান
খাগড়াছড়ি প্রতিনিধি ::১৬ সেপ্টেম্বর:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি)নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান বলেছেন, খাগড়াছড়ি জেলায় বিএনপি কাউন্সিলকে ঘিরে কোন পকেট মেনে নেয়া হবে না । তিনি বুধবার সকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র একাংশের উদ্যোগে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে কর্মীসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া বলেন, খাগড়াছড়িতে বিএনপি ছিল একটি সু-সংগঠিত দল। জাতীয় নির্বাচনকালে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে মামলা জনিত কারনে কেন্দ্রীয় ভাবে প্রার্থীতা না দেওয়ায় ওয়াদুদ ভূইয়া কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে দলীয় প্রতীক ধানের শীষের বিপরীতে দাউদুল ইসলামকে আনারস প্রতীকে প্রতিদ্বন্ধিতার মধ্যে দিয়ে কোন্দলের জন্ম দিয়েছেন। তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গেলেই সে দলের নেতাকর্মীদের অবৈধ পন্থায় বহিস্কারের টিকেট ধরিয়ে দেন। ওইসব আনারস মার্কা মুষ্টিমেয় হাইব্রিড নেতাকর্মীদের কারনে দলটিতে কোন্দল দীর্ঘতাসহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ।
কর্মীসমাবেশে মাটিরাঙার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নাছির আহমেদ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘আমি জানতে পেরেছি, সম্প্রতি মাটিরাঙা পৌর আওয়ামীলীগের কাউন্সিলর সম্পন্ন হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। অথচ পৌর বিএনপি’র কাউন্সিল হলেও মাটিরাঙা পৌর সভার বিএনপি সমর্থিত একাধিক কাউন্সিলররা কাউন্সিল বিষয়ে কোন কিছুই অবগত হননি। জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার নির্দেশক্রমে মাটিরাঙা উপজেলায় পকেট কমিটি করা হয়েছে বলে তিনি সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, নানা অজুহাতে মাটিরাঙা উপজেলা বিএনপির একাধিক ত্যাগী নেতাকর্মীদের পদ পদবী থেকে বঞ্চিত করে নিষ্কিয় করে রাখা হয়েছে। তিনি কোন্দল নিরসনের কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষন করেছেন।
কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা বর্তমান সরকারকে অবৈধ ও অগণতান্ত্রিক সরকার আখ্যায়িত করে বলেন, বর্তমানে দেশব্যাপী বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কাউন্সিল করার ঘোষণা দিলে আবারও ওয়াদুদ ভূইয়া তার সমর্থিত কলাবাগান কেন্দ্রীক গুটিকয়েক নেতাকর্মীরা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের পছন্দীয় লোকদের নিয়ে পকেট কমিটি গঠনে প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। যা কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের ও তৃণমূল নেতাকর্মীদের গণতান্ত্রিক মতবাদের পরিপন্থি।
সমাবেশে তিনি নির্ধারিত সময়ের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য শক্তিশালী খাগড়াছড়ি জেলা বিএনপি’র কমিটি গঠন করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি সকল সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি আবদুস সালাম, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা বিএনপি নেতা এস.এম রবিউল ফারুক প্রমূখ।
এছাড়া বক্তব্য রাখেন- জেলা ছাত্রদল সভাপতি কংজঅং মারমা, সা: সম্পাদক মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মঞ্জু লাল ত্রিপুরা, পৌর যুবদলের সিনি: সহ-সভাপতি গোলাম সরোয়ার শিমুল, দিঘীনালার সোনামিয়া চেয়ারম্যান, জেলা তৃণমূল দলের জাফর আহমেদ, বিদর্শী চাকমা, সুমঙ্গল চাকমা, লক্ষীছড়ির সুপন চাকমা, হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রতন দে, পানছড়ির মনির আহমেদ, দীঘিনালার মাহাবুব আলম, মানিকছড়ির রহমত আলী মীর প্রমূখ।