বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৪ নারী জেএমবি সদস্য তিনদিনের রিমান্ডে
সিরাজগঞ্জে ৪ নারী জেএমবি সদস্য তিনদিনের রিমান্ডে
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১২শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৯মিঃ) সিরাজগঞ্জে বোমা, ককটেল ও জিহাদী বই ও বোমা তৈরীর সরঞ্জামসহ আটক ৪ নারী জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷ ২৭ জুলাই বুধবার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মোর্শেদ আলমের আদালতে আসামীদের উপস্থিতিতে রিমান্ড শুনানী হয়৷ শুনানী শেষে বিচারক প্রত্যেকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ এর আগে সোমবার কারাগারে থাকা ৪ নারী জেএমবি’র প্রত্যেকের নামে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ৷
প্রসঙ্গত, ২৪ জুলাই রবিবার ভোরে শহরের মাছুমপুর মহল্লার উত্তরপাড়ায় অবস্থিত হুকুম আলীর ভাড়াটিয়া বাড়ি থেকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২২), একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের মামরম্নল ইসলাম সরদারের স্ত্রী রম্নমানা আক্তার রম্নমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার পোচাদহ গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুনা খাতুনকে (১৯) আটক করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল, গ্রেনেডের ৪টি খোল, ৯টি জিহাদী বই, ডেটেনেটর, সুইচসহ বোমা তৈরীর সরংঞ্জাম উদ্ধার করা হয়৷ এ ঘটনায় ডিবি’র উপ-পরিদর্শক রওশন আলী বাদী হয়ে বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করেন৷ এছাড়াও আটককৃতদের সাথে থাকা দেড় থেকে ৩ বছর বয়সী ৪টি শিশুও স্বজনদের সাথে কারাগারে রয়েছে৷