বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিরাজগঞ্জে বন্যার অবনতি: লক্ষাধিক মানুষ পানিবন্দী
সিরাজগঞ্জে বন্যার অবনতি: লক্ষাধিক মানুষ পানিবন্দী
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মিঃ) পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরস্থিতির আরো অবনতি হয়েছে৷ গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ পানির বৃদ্ধির ফলে প্রতি দিনই সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নিমাঞ্চলের প্লাবিত হচ্ছে৷ বন্যায় জেলার ৫টি উপজেলার ২৭টি ইউনিয়নের লৰাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে৷ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে৷ চরাঞ্চলের রাসত্মাঘাট-বাজার তলিয়ে গেছে৷ বসতবাড়ীতের পানি ওঠায় অনেকেই ওয়াপদা বাঁধে আশ্রয নিয়েছে৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট৷ অধিকাংশ স্কুলগুলোতে পানি ওঠায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটছে৷ অন্যদিকে, এনায়েতপুর ও চৌহালীতে ভাঙ্গন শুরম্ন হয়েছে৷ গত কয়েকদিনে প্রায় অর্ধশতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে৷ অন্যদিকে, পানিবন্দী মানুষগুলোর কাজকর্ম না থাকায় অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে৷ অধিকাংশ স্থানে এখনও ত্রাণ পৌছেনি৷
কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন বলেন, তিনহাজার পরিবার পানিবন্দী রয়েছে৷ সরকারের পক্ষ থেকে মাত্র আড়াইশত পরিবারের মাঝে মাত্র ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে৷
সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং জানান, যতটুকু বরাদ্দ পাওয়া গেছে তা বিতরণ করা হচ্ছে৷ পর্যায়ে সব পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে৷