বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে স্ত্রী হত্যাকারী রফিক গ্রেফতার
বিশ্বনাথে স্ত্রী হত্যাকারী রফিক গ্রেফতার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মিঃ)
বিশ্বনাথে গৃহবধূ আমিনা বেগম হত্যা মামলার প্রধান আসামি গৃহবধুর স্বামী রফিক মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ৷ সে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে৷ ২৬ জুলাই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এক পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে গৃহবধু হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়৷ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে৷ মামলা নং ৬ (তাং ৬.০১,১৬ইং)
হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরম্নদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷ ২৭ জুলাই বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান৷
প্রসঙ্গত, চলিত বছরের ২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের রফিক আলীর স্ত্রী আমিনার রহস্যজনক মৃত্যু হয়৷ এঘটনায় আমিনা বেগমের পিতা মাসুক আলী বাদি হয়ে ৬ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন৷