বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ
কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি :: সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করার প্রতিবাদে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে সহপাঠিরা৷ এসময় তাত্ক্ষণিক উপস্থিত হয়ে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ছাত্রলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিবলী সাদিক৷ আরো উপস্থিত ছিলেন এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, ছাত্রনেতা এলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ ২৮ জুলাই বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে৷ পরে দেড় ঘন্টা পর পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়৷
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান জানিয়েছেন বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এডওয়ার্ড কলেজের সম্মান দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জীবন মাহমুদকে একা পেয়ে দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়৷ এ সময় দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়৷ স্থানীয় লোকজন জীবনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ এ সংবাদ সহপাঠিদের মধ্যে ছড়িয়ে পরলে শহরের রাধানগর কলেজ গেট এলাকায় তারা এসে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে৷ এ সময় রাসত্মার উভয় পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়৷ দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ এ ঘটনায় কলেজ ক্যম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে৷ বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷ এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীরা ভীত-সন্ত্রস্ত হয়ে আছে৷ এই বিষয়ে তাত্ক্ষণিক এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ্য কার্যালয়ে শিক্ষক পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় এডওয়ার্ড কলেজের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন ৷ পরে আহত ছাত্র জীবন মাহমুদকে পাবনা জেনারেল হাসপাতালে দেখতে যান এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হুমায়ূন কবির মজুমদার৷ এসময় আরো উপস্থিত ছিলেন এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ডা. এ. কে. এম শওকত আলী, নুরুল ইসলাম, এস. এম হল সুপার রফিকুল ইসলাম, সহ-সুপার এ.এস.এম ফরিদ, জেলা পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর সার্কেল এ. এস. পি শেখ মোঃ সেলিম, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান, এস. আই আনোয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ৷ অধ্যক্ষ হুমায়ূন কবির মজুমদার জীবন মাহমুদের চিকিত্সার খোঁজ-খবর নেন এবং দ্রুত উন্নত চিকিত্সার জন্য চিকিত্সকদের অনুরোধ করেন এবং প্রয়োজনে ঢাকায় স্থানান্তর করার জন্য বলেন । এসময় তাত্ক্ষণিক চিকিত্সার জন্য অধ্যক্ষ ১০ হাজার টাকা নিজ তহবিল থেকে জীবন মাহমুদের কাছে প্রদান করেন। অধ্যক্ষ জীবনের চিকিত্সার সমস্ত ব্যয় বহন করার আশ্বাস দেন৷