শুক্রবার ● ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গায় ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
সলঙ্গায় ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৭মিঃ) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ অফিস এলাকায় ট্রাক চাপায় আরাফাত আকতার মিশু ওরফে বাবু (২২) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে৷ সে কুমিল্লার পুরাতন চৌধুরী পাড়ার আকতার হোসেনের ছেলে৷ এ সময় তার সহপাঠী হামিদুর রহমান গুরুতর আহত হয়েছে৷ তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷ হাফিজুর রহমান যশোর সদরের মথুরাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে৷ ২৯ জুলাই শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাজিবুল ইসলাম জানান,ঢাকা থেকে সহপাঠী হাফিজুরকে নিয়ে মোটর সাইকেলযোগে যশোর যাবার পথে র্যাব-১২ অফিসের পাশে পৌছলে বিপরীত আসা একটি ট্রাক মোটরসাইকেলসহ দুজনকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই আরাফাত আকতার মারা যায়৷ আহত হয় সহপাঠী হামিদুর৷ লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে৷ পরিবারের লোকজনকে সংবাদ দেয়া হয়েছে৷ স্বজনরা আসার পর লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন৷