শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি টেবিল টেনিস টুর্নামেন্ট
ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি টেবিল টেনিস টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৮ম ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি টেবিল টেনিস টুর্নামেন্ট-২০১৫৷ বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একমাত্র ইউআইইউ এর ব্যবস্থাপনায় ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয়ে আসেছে এই টিটি প্রতিযোগিতা ৷
টুর্নামেন্টের প্রথম দিনে পুরুষ দলগত ইভেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে ৷ ফাইনালে স্বাগতিক ইউআইইউ এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ সেটে চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ ৷
এরআগে, টুর্নামেন্টের ভেন্যু ইউআইইউ এর অডিটোরিয়াম হলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউআইইউ এর ভিসি প্রফেসর ড. মো. রেজওয়ান খান ৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে শামসুল আরেফিন, জেনারেল ম্যানেজার ফকির নিটওয়ার্স লি:৷ আরো উপস্থিত ছিলেন ইউআইইউ এর রেজিস্ট্রার প্রফেসর এম সালাউদ্দিন, সুমন আহম্মেদ,ডিরেক্টর, স্টুডেন্টস অ্যাফিয়ার্স, ইউআইইউ ও সহকারী পরিচালক, স্টুডেন্টস অ্যাফিয়ার্স কাজল দত্তসহ অন্যান্যরা ৷
তিনদিন ব্যাপি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পুরুষ একক, দ্বৈত ও দলগত ইভেন্টে মোট ৬০জন খেলোয়াড় অংশ নিচ্ছে ৷
এবারের টুর্নামেন্টে মোট ৯টি প্রাইভেট ইউনিভার্সিটি অংশ গ্রহন করছে ৷ ইউনিভার্সিটি গুলো হলো : নর্থ সাউথ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিসনেস এন্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট অব বাংলাদেশ ও স্বাগতিক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৷
আপলোড : ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৩০ মিঃ