রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মার্কিন সাম্রাজ্যবাদীদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি: কামাল লোহানী
মার্কিন সাম্রাজ্যবাদীদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি: কামাল লোহানী
গাজীপুর জেলা প্রতিনিধি :: মার্কিন সাম্রাজ্যবাদীরা আমাদেরকে টাকা দিয়ে নানাভাবে তাদের ওপর নির্ভরশীল রাখতে চেয়েছিল৷ স্বাধীনতার ৪৫ বছর পর আমরা বুঝতে পেরেছি যে, মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের বনিবনা হবে না৷ আজ আমরা মার্কিন সাম্রাজ্যবাদীদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি৷
৩০ জুলাই শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধকালীন বাংলাদেশ বেতারের বার্তা প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহনী এসব কথা বলেন৷ শিশু শিক্ষার্থীদের মধ্যে বঙ্গতাজ স্মৃতি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি উপস্থিত ছিলেন৷ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন৷
কামাল লোহনী আরও বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে সম্পর্ক না রাখতে পরামর্শ দিয়েছিলেন৷ তাজউদ্দীন আহমদ আগেই বুঝেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের বনিবনা হবে না৷
তিনি বলেন, বাংলাদেশে একমাত্র সাংস্কৃতিক সংগঠন উদীচী যা একুশে পদকে ভূষিত হয়েছে৷ রাজনীতির সাথে সাংস্কৃতিক কর্মকান্ড জড়িত৷ সংস্কৃতি সমাজ পরিবর্তন ও সংস্কারের হাতিয়ার৷
উদীচী কাপাসিয়া শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল আমীন সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, লেখক ও সমাজ কর্মী সিমিন হোসেন রিমি এমপি৷
বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা প্রমুখ৷
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কাপাসিয়া শাখার সহ সভাপতি নাছিমা হালিম, সহ সাধারণ সম্পাদক মন্জুরুল হক, কোষাধ্যক্ষ আফরুজা সুলতানা, প্রচার সম্পাদক সোয়েব সিকদার, নাট্য সম্পাদক আরিফ মিয়া, সদস্য উপাধ্যক্ষ আমজাদ হোসেন, চম্পা রানী দাস, ছিদ্দিকুর রহমান ফকির, জাহাঙ্গীর হোসেন প্রমুখ৷
পরে সর্বশেষ ফলাফল অনুযায়ী পি এস সি, জে এস সি ট্যালেন্টপুলে বৃত্তি ও এস এস সি গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ১৪০ জন শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন৷