রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাফা’র ইউরিয়া সারের বস্তায় ওজন কম: বিপাকে কৃষক
বাফা’র ইউরিয়া সারের বস্তায় ওজন কম: বিপাকে কৃষক
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: ঝিনাইদহের বাংলাদেশ ফারটিলাইজার এ্যসোসিয়েশন (বাফা’র) গোডাউনে ৫০টি ইউরিয়া সার বোঝাই ট্রাক এসেছে গত শুক্রবার রাতে৷ এর মধ্যে ১৬টি ট্রাকে যে সার আছে তার প্রতিটা ৫০ কেজির বস্তায় আছে ৪৬/৪৭ কেজি সার৷
ঘটনা জানাজানি হলে বাফা’র গোডাউন কর্তৃপক্ষ এ সার বোঝাই ট্রাক গুলো থেকে সার আনলোড করতে অস্বীকৃতি জানায়৷ এ নিয়ে বাফা’র গোডাউনে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। যশোর নওয়াপাড়া থেকে আগত ৫০টি ট্রাকের মধ্যে ১৬টি ট্রাকে আসা ৩শ মেট্রিকটন ইউরিয়া সারের প্রতি বসত্মায় ৩ থেকে ৪ কেজি কম রয়েছে৷ চট্টগ্রামের আগ্রাবাদের নবাব অ্যান্ড কোম্পানী এই সার সরবরাহ করে৷
দীর্ঘদিন সারগুলো বন্দরের ঘাটে পড়ে থাকায় এর গুনগত মানও নষ্ট হয়ে গেছে বলে ডিলারদের অভিযোগ৷ আমরা ট্রাকের সাধারণ ড্রাইবার৷ আমাদের অবস্থা দিন আনি দিন খাই৷ কিন্তু আমরা এই সার নিয়ে এসে ফেসে গেছি৷ এখন গত দুই দিন ধরে কোন ট্রাক আনলোড হচ্ছে না৷ মাল খালাস না হওয়া পর্যন্ত আমরা বসে আছি আর প্রতিনিয়ত মালিকের বকাবাজি শুনছি৷
ডিলারদের অভিযোগের প্রেক্ষিতে প্রতি ট্রাক থেকে কয়েকটি বাস্তা নামিয়ে মেপে দেখা যায় প্রতি বস্তায় প্রায় ৩/৪ কেজি সার কম আছে৷ আমরা কোন অবস্থাতেই এ ধরনের মাল আনলোড করবো না৷ আমাদের ৫০ কেজির বস্তা বুঝিয়ে দিতে হবে৷ অন্যথায় এই সারের সব ট্রাক ফেরত যাবে৷