সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
কাউখালী প্রতিনিধি :: “শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের চাবি কাঠি” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১- ৭ই আগষ্ঠ )২০১৬ রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভা ১লা আগষ্ট সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়৷
র্যালীটি উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ কামরুল ইসলাম৷
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর তারাকেশ্বর ভট্টাচার্য্য, ক্যাশিয়ার হাজী মোঃ আসমত আলী, সাংবাদিক মোঃ ওমর ফারুক, মোঃ রফিকুল ইসলাম ও টিটু দেওয়ান । বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, একজন নবজাতক শিশুর জন্য মায়ের দুধ খুবই গুরুত্বপুর্ন৷ মায়েদের বুকের শাল দুধ একটি শিশুর প্রধান খাদ্য৷ তা ছাড়া প্রতি বছর মায়েদের অজ্ঞতার কারনে বহু শিশু মারা যায়৷ কারন শিশুদের জম্মের পরপরই মায়ের শাল
দুধ পান করাতে হয়৷ কিন্তু এখনো আমাদের গ্রাম বাংলায় মায়েরা অসচেতন৷ যার ফলে শিশুরা অপুষ্ঠিতে ভোগে৷ তাই এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসে আমাদের সবাইকে সচেতন হতে হবে বলে বক্তরা তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন৷ আলোচনার পরে এক জঙ্গি বিরোধী মানববন্ধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পালন করা হয় ৷