মঙ্গলবার ● ২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিতি সভা
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিতি সভা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ‘আহবায়ক কমিটি’এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১আগষ্ট সোমবার বেলা ২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সন্তান মো: হাসান’এর সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: আব্দুর রহমান৷
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পার্বত্য জেলা খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: রইচ উদ্দিন৷ তিনি,গতমাসে কেন্দ্র থেকে অনুমোদন দেয়া ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির উদ্দেশ্যে বলেন,সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে জেলার প্রত্যেক উপজেলা সন্তান কমান্ডের কমিটি গঠন করতে হবে উল্লেখ করে যারা সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে পারবে,সংগঠনকে সময় দিতে পারবে এমন সন্তানদেরকে সাংগঠনিক পদে রাখার আহবান জানান৷ তিনি সভায় উপস্থিত বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বর্তমান সনত্মান কমান্ডের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সকলকে সর্বাত্তক সহায়তার আহবান জানান৷
এর আগে আনুষ্ঠানিকভাবে পরিচিতি সভায় যোগদানকৃত প্রধান অতিথি ও মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুল দিয়ে সম্মাননা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটি৷ এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দরাও সন্তান কমান্ডের আহবায়ক মো: হারুন ও সদস্য সচিব আবুল কালাম আজাদসহ সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন৷
পরিচিতি সভায় বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মো: হানিফ হাওলাদার,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মুনছুর আলী,পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামান,দীঘিনালা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক,৷ মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও তাইন্দং ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম,রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিমুদ্দিন প্রমুখ৷ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম,মাটিরাঙ্গা উপজেলার যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আশ্রাফসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও সনত্মান কমান্ডের নেতৃকৃন্দ৷ পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উপস্থিত সকল মুক্তিযোদ্ধা সনত্মানরা খাগড়াছড়ি টাউন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন৷