মঙ্গলবার ● ২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে শ্লীলতাহানী
কাউখালীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে শ্লীলতাহানী
মোঃ ওমর ফারুক, কাউখালী :: (১৮ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মিঃ) প্রেম মানেনা জাত কুল, না মানে ধর্ম, সব কিছু পিছনে ফেলে প্রেমিকের হাত ধরে পাড়ি জমায় অজানা সুখের উদ্দেশ্যে৷ কিনত্মু সুখ কি তার কপালে ধরা দেয়! তেমনি রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যৌথ খামার এলাকার এক প্রবাসির (মালেশিয়া)বিবাহিত স্ত্রী মোবাইল ফোনে পরিচয়ের সুত্রে বিবাহীত ব্যাক্তির সাথে ঘর বাধার স্বপ্ন নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে গিয়ে প্রতারিত হয়ে এখন ফিরে এসেছেন নিজের আপন ঠিকানায় এবং প্রতারক প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন প্রতারিত মহিলা। কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়,উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথ খামার এলাকার বাসিন্দা ঝিনু মারমা (২২)(ছদ্ধ নাম) কয়েক বছর পুর্বে বিয়ে হয় বিয়ের পর তার স্বামী মালেশীয়া চলে যান অর্থ উপার্জনের আশায়, তাদের রয়েছে একটি মেয়ে সন্তান ৷ সুখেই যাচ্ছিল ঝিনু মারমার সংসার কিন্তু হঠাত্ একদিন (গত দুই মাস পুর্বে) মোবাইলে রং নম্বারে পরিচয় হয় খাগড়াছড়ি জেলার মহাল ছড়ি উপজেলার মাইশ ছড়ি এলাকার রুহিনী বড়ুয়ার ছেলে (বিবাহীত) তিন সন্তানের জনক (দুই মেয়ে,এক ছেলে,স্ত্রীও আছে) বাবুল বড়ুযার (৩৬) এর সাথে৷ এভাবে মোবাইলে তাদের পরিচয়,তারপর প্রেমের সম্পর্ক, অতপর একদিন প্রেমিকের কথায় বিশ্বাস করে ঝিনু মারমা তার সব পিছনে ফেলে চলে আসেন কাউখালী বাস স্টেশন। সেখান থেকে প্রেমিক বাবুলের হাত ধরে পাড়ি জমান চট্টগ্রামের উদ্দেশ্যে৷ প্রেমিক বাবুল তাকে চট্টগ্রামের একটি বাসায় নিয়ে সিধুর পড়িয়ে বিয়ে করে তাকে নিয়ে মেতে উঠেন নিজের চরিতার্থ কামনায়৷ এভাবে কেটে যায় কয়েক দিন সেখান থেকে তারা চলে যান চট্টগ্রামের ফটিকছড়ি সেখানে থাকেন কয়েক দিন৷ অবশেষে সেখান থেকে চলে যান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছঁবাড়িয়া এলাকায় সেখানে ও একটি বাসায় প্রেমিক বাবুল বড়ুয়া তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার জোরপুর্বক তাকে ভোগ করে৷ পরে ঝিনু মারমা প্রেমিকের আসল উদ্দেশ্য বুঝতে পারে কিন্তু ততক্ষনে তার আর কিছুই করার ছিলনা৷ কিন্তু এলাকার লোকজনের তাদের সন্দেহ হলে গত ৩০ জুলাই সন্ধায় গাছঁবাড়িযা এলাকায় লোকজন তাদের দুইজনকে ধরে চন্দনাইশ থানা পুলিশকে সৌপর্দ করেন৷ পরে চন্দনাইশ থানা পুলিশ প্রেমিককে সহ তাদের দু জনকে কাউখালী থানায় সৌপর্দ করেন৷ বিষয়টি নিয়ে কাউখালীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
পরে কাউখালী থানায় ঝিনু মারমা বাদি হয়ে প্রেমিক বাবুল বড়ুয়ার বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন,ধর্ষন মামলা দায়ের করেন৷ কাউখালী থানার মামলা নম্বার-৯,৩১.০৭.২০১৬৷ মামলার আই ও এস আই সন্ধ বড়ুয়া বলেন আমরা মামলা নিয়েছি এবং বিবাদীকে গ্রেফতার করে রাঙামাটি জেলা কোর্টে প্রেরন করেছি৷