শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » পরিবেশকে দুষণ মুক্ত রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই : শফিক চৌধুরী
পরিবেশকে দুষণ মুক্ত রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই : শফিক চৌধুরী
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, পরিবেশকে দুষণ মুক্ত রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই৷ গাছের ফল আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে৷ তাছাড়া গাছের ত্যাগ করা অক্সজিন গ্রহণ করেই আমাদেরকে বেঁচে থাকতে হয়৷ অক্সজিন ছাড়া কোন ভাবেই মানুষের বেঁচে থাকা সম্ভব নয়৷ তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে৷ তিনি আরো বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সমভাবে বাস্তবায়িত হচ্ছে উন্নয়ন কর্মকান্ড৷
তিনি বুধবার সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তর’ উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ উপজেলা কৃষি কর্মকর্তা আলীনুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী৷
অনুষ্ঠানে ফলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কৃষক ‘আরব আলী ইমন, তানিয়া বেগম, ফয়জুল ইসলাম, ফারুক মিয়া, আকবর হোসেন কিসমত, বদরুল ইসলাম, মেনু মিয়া, নিখিল চন্দ্র দেব’কে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়৷ মেলায় ১ম স্থান অধিকার করে সমতা নার্সারী, ২য় স্থান অধিকার করে লিজা নার্সারী ও ৩য় স্থান অধিকার করে কিসমত ট্রেডার্স এন্ড সমতা বীজঘর৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামসুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, আকবর আলী মেম্বার, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক মারফত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুবলীগ নেতা জাবেদ আহমদ, ফারুক আহমদ, সঞ্চিত আচার্য্য, লিটন মিয়া, মনোহর হোসেন মুন্না, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি বদরুল ইসলাম মহসিন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা শেখ সালা উদ্দিন ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।