শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় টিআরসি কোর্সের সমাপনি
বেতবুনিয়ায় টিআরসি কোর্সের সমাপনি
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে ৮ম ট্রেনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) ৬ মাসের মৌলিক প্রশিক্ষন সমাপনি উপলক্ষে এক অনুষ্ঠান ৪আগষ্ট বৃহষ্পতিবার বেতবুনিয়া পি এস টিস মাঠে অনুষ্ঠিত হয়৷
বাংলাদেশ পুলিশ কনস্টেবল ট্রেনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) ৮ম ব্যাচের ৬ মাসের মৌলিক প্রশিক্ষন কোর্স সমাপনী উপলক্ষে বেতবুনিয়া পি এস টি এস কমান্ডডেন্ট(এস পি) আমিনুল ইসলামের সভাপতিত্বে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পুলিশ ডি আই জি অব পুলিশ মোঃ মনিরুজ্জামান৷ অনুষ্ঠানে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম, বাংলাদেশ নৌ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, বেতবুনিয়া পি এস টিস সহকারী পুলিশ সুপার আবুল কালাম আযাদ, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কাউখালী থানা অফিসার ইনচার্জ আব্দুল করিম, রাঙামাটি কোর্ট পরিদর্শক এস এম আজিজুল হক ও সাংবাদিক মোঃ ওমর ফারুক প্রমুখ ৷
মৌলিক প্রশিক্ষন সমাপনী উপলক্ষে পি এস টি এসের মাঠে মার্চ ফাস্টের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়৷ পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ ৪জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে (টি আর সি) ক্রেস্ট প্রদান করেন৷ পরে সকল টি আর সি’দের প্রধান অতিথি ৬ মাসের মৌলিক প্রশিক্ষনের সমাপনি সনদ পত্র তুলে দেন৷ প্রশিক্ষনে মোট ৫৩৩ জন টি আর সি অংশ গ্রহন করেন৷
টি আর সি’দের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পুলিশ জনগনের বন্ধু পুলিশ জনগনের শত্রু নয়৷ সেহেতু আমাদেরকে জনগনের সেবক হিসাবেই কাজ করতে হবে৷ নিজর কাজের এবং দৰতার মাধ্যমে নিজকে প্রমান করতে হবে যে পুলিশ হিসাবে জনগনের বন্ধু৷ এ দেশের জনগনের ট্যাক্সের টাকায় সরকার আমাদের বেতন ভাতা প্রদান করেন৷ আমাদেরকে জনগনের একজন সেবক হিসাবেই দেখতে হবে। তিনি সকলের প্রতি এই আহবান রাখেন৷ পরে তিনি বেতবুনিয়া পি এস টিসে দক্ষতার সহিত সকল টি আর সি ৬ মাসের মৌলিক প্রশিক্ষন সফলতার সাথে সম্পন্ন করায় পি এস টি এর সকল কর্মকর্তা,কর্মচারী,সকল টি আর সি’দের আন্তরিক ধন্যবাদ জানান৷ এবং পি এস টি এস এর বিভিন্ন প্রশিক্ষন ব্যারাক, প্রশাসনিক ভবন ঘুরে দেখেন৷