শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (২১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৮মিঃ)বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, সন্ত্রাসমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলতে হবে, শিক্ষাক্রমের সকল স্তরে মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে সহায়ক বিষয়াবলী পাঠ্যপুস্তকে অন্তর্ভক্ত করতে হবে৷ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজম্মকে উজ্জীবিত করতে হবে৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচীমালা অংশ হিসেবে ৫ আগষ্ট শুক্রবার বিকালে ঢাকা সেগুনবাগিচার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ ও বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ আলোচনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃুতিক সম্পাদক এ্যাড. মো. মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক এ্যাড. খান চমন ই এলাহী, নির্বাহী সদস্য মাসুদ আলম, এস এম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. আনোয়ার হোসেন, জুম বাংলাদেশ স্কুলের পরিচালক এস টি শাহিন প্রমুখ৷ চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলের শিক্ষক রাসেল সরকার, সামান্ত, রায়হান, মিজান ও তাসরিন৷
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল৷