শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নৌকা যোগে কোটি কোটি টাকার ফেন্সিডিল পাচার হয় ঈশ্বরদীরতে
নৌকা যোগে কোটি কোটি টাকার ফেন্সিডিল পাচার হয় ঈশ্বরদীরতে
ঈশ্বরদী প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মিঃ) ঈশ্বরদীর পদ্মা নদী দিয়ে প্রতিদিন নৌকার নীচে বিশেষ কায়দায় ফেন্সিডিলের বস্তা বেঁধে সুকৌশলে কোটি কোটি টাকার ফেন্সিডিল ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছে ৷ দীর্ঘদিন থেকে নদী এলাকার সংশিস্নষ্ট থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে এ পাচার কাজ অব্যাহত রয়েছে৷এ কারণে ফেন্সিডিল পাচার ব্যবসার সাথে জড়িত গড ফাদার ও দূর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে৷ নৌকার মাঝি,জেলে ও নদী এলাকার প্রত্যৰ দর্শীদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে ৷
সূত্র্মতে,চারঘাট,বাঘা,লালপুর,ভেড়ামারা ও ঈশ্বরদীর মধ্য দিয়ে পদ্মা নদী প্রবাহিত৷ আবার এসব এলাকার সাথে নদীপথে খুব সহজেই ভারতের যোগাযোগ করাও সহজ হয়৷ বর্ষা মৌসুম হওয়ায় পানি ভর্তি নদীতে স্রোতও জোড়ালো হয়৷ এ অবস্থায় বৈঠা ছাড়াই নৌকা দ্রুত গতিতে চলতে পারে৷ এ সুযোগটি ফেন্সিডিল ব্যবসার গড ফাদাররা কাজে লাগাচ্ছে৷ ফেন্সিডিল পাচারে সড়ক বা ট্রেন পথের মত নদী পথে ঝুঁকিও কম৷ তাছাড়া নদী পথে নৌকার নীচে বিশেষ কায়দায় বস্তাবন্দি ফেন্সিডিল বহনের বিষয়টি বেশিরভাগ মানুষেরই অজানা৷ এ পদ্মতিতে ফেন্সিডিল পাচার করার বিষয়টি অনেকের মাথায়ই আসবেনা৷ এই সুযোগটিকেই ফেন্সিডিল পাচারের গড ফাদার ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা কাজে লাগাচ্ছে৷ তারা বর্ষা মৌসুমের শুরম্ন থেকেই বড় বড় নৌকার তলায় প্রায় কোটি টাকা মূল্যের এক হাজার পিচ ফেন্সিডিল ভর্তি প্রায় ২০/২৫ বস্তা করে দড়ি বা তার দিয়ে সুকৌশলে বেঁধে আটকে দিয়ে ওপরে মানুষ ও মালামাল নিয়ে চলে যাচ্ছে ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৷ সাধারণ মানুষ এমনকি অনেক পুলিশ সদস্যদের বিষয়টি জানা না থাকলেও তারা ঠিকই এ কাজটি করছে বহাল তবিয়তে ৷ আর এ কারণেই ফেন্সিডিল পাচার ব্যবসার সাথে জড়িত গড ফাদার ও দূর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে৷ মাঝেমধ্যেই চারঘাট,বাঘা,লালপুর,ভেড়ামারা ও ঈশ্বরদীর মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে চলাচলকারী নৌকাতে দুর্নীতিমুক্ত যৌথ বাহিনীর সদস্যদের অভিযান করা প্রয়োজন বলে সূত্রটির দাব।