শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের গশ্চিতে জঙ্গী বিরোধী মানববন্ধন
রাউজানের গশ্চিতে জঙ্গী বিরোধী মানববন্ধন
কামরুল ইসলাম বাবু, রাউজান :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মিঃ) চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি উচ্চ বিদ্যালয়, গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ, গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ, গশ্চি ইমদাদুল উলুম মাদ্রাসা. গশ্চি হাঁছি ফকির মাদ্রাসা ও গশ্চি এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৬ আগষ্ট শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে কাপ্তাই সড়কের গশ্চি নয়াহাট থেকে ধরের টেক পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন৷ এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তী, মুক্তিযোদ্ধা তৈয়ব তালুকদার, প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, শামিম আল আজাদ, সৈয়দ মোজাফ্ফর হোসেন, ডা. এনামুল হক, সাংবাদিক জাহাঙ্গীর টুটুল, আরিফুল আলম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ হোসেন, আলমীর হায়দার, কামরুল ইসলাম বাবু, ইসমাইল হোসেন সোহেল, আ.জ.ম. রাশেদ, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, মৌলানা শফিউর আলম, অধ্যক্ষ কামাল উদ্দীন, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন মেম্বার, উদয় দত্ত অর্ক (মেম্বার), আবদুল করিম মেম্বার, মোঃ আবছার মেম্বার, উজ্জল দেবনাথ, মনিরুল ইসলাম, মোঃ আজম, জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন আওয়ামীল, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ৷ বক্তরা বলেন- জঙ্গিবাদ নিমূলে জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ এক কাতারে এসে দাড়িয়েছে৷ জঙ্গিবাদ নির্মূলে প্রশাসনের সাথে সাথে পরিবার ও সমাজকে দায়িত্ব নিতে হবে৷