সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জঙ্গি-সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ
জঙ্গি-সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ
ঢাকা প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৫৭মিঃ) রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ৭ আগস্ট ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক সুরুজ আলম সুরুজ, দৈনিক নয়া পদক্ষেপের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইনসুর আলী, সাংবাদিক মানিক লাল ঘোষ ও সাংবাদিক আলম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জঙ্গি-সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকের স্ব-স্ব অবস্থানে স্বীয় দায়িত্ব পালনের পাশাপাশি অপরকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে হবে। দেশের সকল স্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।