সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহন
কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহন
কাউখালী প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার চার ইউনিয়ন পরিষদের
নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান ৮ আগষ্ট সোমবার সকালে কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়৷
শপথ গ্রহন অনুষ্ঠানে কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ হতে নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ পাঠ করান কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী (চৌচা মং)৷ এ সময় শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত চিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, ১নং বেতবুনিয়া মডেল ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খইচা বাই তালুকদার, ২নং ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধনকুমার চাকমা, ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান থুইমং মারমা, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার জগদীশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক,ধর্মীয় প্রধান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন ৷ শপথগ্রহন শেষে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে কাউখালী উপজেলার চার ইউনিয়ন পরিষদ হতে নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের ফুল দিয়ে বরন করা হয়৷
শপথ গ্রহন অনুষ্ঠানে অতিথি বক্তারা বলেন, কাউখালী উপজেলাটি খুবই
সুন্দর একটি উপজেলা৷ চারটি ইউনিয়ন নিয়ে যদিও আমাদের উপজেলা কিন্তুু আয়তনে বড়৷ চারটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের যোগাযোগ ভাল হলেও একটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা একটু নাজুক৷ আমরা যারা এ সকল ইউনিয়ন হতে নির্বাচিত হয়ে এসেছি আমরা সকলেই জনগনের কাছে দায়বদ্ধ৷ জনগনের ভোটেই নির্বাচিত হয়ে আজ আমরা অনেক বড় দায়িত্ব কাধে নিলাম৷ অপরদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন আপনারা আজ হতে পাচঁ বছরের জন্য অনেক বড় দায়িত্ব কাধে নিলেন, সবাই জনগনের কাছে দায়বদ্ধ৷ যার যার এলাকায় সে সে ঠিক মতো যার যে দায়িত্ব সে ঠিক মতো পালন করবেন সব সময় জনগনের কাছে থাকবেন জনগনের সেবা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই জনগন থেকে কখনোই বিচ্ছিন্ন হবেন না বলে আমার দৃড় বিশ্বাস৷ পরে উপজেলা নির্বাহী অফিসার সকলকে শপথ গ্রহন করায় অভিনন্দন জানান এবং সকলের দায়িত্ব ঠিক মতো পালন করার আহবান জানান৷