শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ব্রিক ফিল্ডে দুর্বৃত্তদের হামলায় আহত ৫
গাজীপুরে ব্রিক ফিল্ডে দুর্বৃত্তদের হামলায় আহত ৫
গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে অটো ব্রিক ফিল্ড কারখানায় ভাঙচুর ও শ্রমকিদের ওপর হামলা চালানো হয়েছে৷ হামলাকারীদের হুমকি আতঙ্কে গত তিনদিন যাবত কারখানার উত্পাদন বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷
১৪ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের তালতলী এলাকা য়৷
জোরপূর্বক কারখানার কার্যাদেশ আদায় করতে এ হামলা চালানো হয়েছে ৷
এ ঘটনায় তালতলী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন, আমীর উদ্দিনের ছেলে এরশাদ, হেলিম উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম, সিরাজুল হকের ছেলে বাচ্চু মিয়াসহ কমপক্ষে ৩৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ আলীফ অটো ব্রিকস লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মোঃ ছলেমান মিয়া অভিযোগ দায়ের করেন ৷
অভিযোগে জানা গেছে, অভিযুক্তরা গত দুই বছর যাবত জোরপূর্বক কারখানার কার্যাদেশ দাবী করে আসছে৷ তাদেরকে কার্যাদেশ না দেওয়ায় কারখানার কাঁচামাল ও উত্পাদিত ইট সরবরাহে বিভিন্ন সময় বাধা প্রদান করে আসছে৷ এরই জেরে অভিযুক্তরা ১৪ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে দা, লাঠি, রড, হকিস্টিক নিয়ে কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের মারধোর, অফিস কক্ষের গ্লাস ভাঙচুরসহ নগদ টাকা ও প্রয়োজনীয় নথিপত্র লুটপাট করে ৷ হামলাকারীরা কারখানার অফিস কক্ষে তালা লাগিয়ে সকল প্রকার উত্পাদন কার্যক্রম বন্ধ রাখার হুমকি দিয়ে চলে যায় ৷
কারখানার ব্যবস্থাপক মোঃ মারুফ খান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, হামলাকারীরা কারখানার সহকারী ব্যবস্থাপক মোঃ নূরুন্নবী (৪০), নিরাপত্তা কর্মী আব্দুল ওয়াহাব (৪৫), বিল্লাল মোল্লা (৪৮), বাবুল হোসেন (৪৭) ও আহসান উল্লাহ (৫১) কে পিটিয়ে আহত করেছে ৷ আহতদেরকে চিকিত্সা দেওয়া হয়েছে আপলোড : ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.২৬ মিঃ