বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সলঙ্গায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ দুই জন নিহত
সলঙ্গায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ দুই জন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৬শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ২.৩৬মিঃ) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক দূর্ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দুই জন নিহত হয়েছে৷ নিহতরা হলো- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর বড়ধুল গ্রামের আব্দুল ওয়াহাব সরকারের ছেলে ও পাবনার ঈশ্বরদী থানার এএসআই নুরুল ইসলাম (৩০) এবং যশোরের কেশবপুর থানার তেঘুড়ী গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মতিয়ার রহমান (৫০) ১০ আগষ্ট বুধবার সকালে ও ভোর রাতের দিকে দুর্ঘটনা দুটি ঘটে৷
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, নিজ বাড়ী সিরাজগঞ্জের কামারখন্দ থেকে এএসআই নুরুল ইসলাম মোটরসাইকেল যোগে কর্মস্থল ঈশ্বরদী যাচ্ছিল ৷ মহাসড়কের সলঙ্গার সাতটিকরি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলসহ তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই সে মারা যায়৷ অন্যদিকে, ভোর রাতের দিকে একই মহাসড়কের র্যাব-১২ অফিসের কাছে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় কাঁচমাল ব্যবসায়ী মতিয়ার রহমান মারা যায়৷ দুটি লাশই থানা হেফাজতে রয়েছে৷ এএস আইকে চাপা দেয়া ট্রাকটি জব্দ করা হয়েছে৷