বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ঈশ্বরদীতে শ্রমিকলীগের সমাবেশ
সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ঈশ্বরদীতে শ্রমিকলীগের সমাবেশ
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৮মিঃ) ছাত্রলীগ নেতা কর্তৃক ছাত্রলীগ নেতার হাত কেটে হোন্ডা বহর নিয়ে উল্লাস করা,প্রকশ্যে অস্ত্রের মহরা দিয়ে ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এবং দেশব্যাপি সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ১০ আগষ্ট বুধবার সকালে পাকশীতে শ্রমিকলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ এতে ভুমিমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু৷ শ্রমিকলীগ সভাপতি ইকবাল মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এম,রশিদ উল্লাহ আঞ্চলিক সভাপতি জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা চান্না,হাবিবুল ইসলাম,এনামুল হক বিশ্বাস,আকাল সরদার, আরাউদ্দিন বিপ্লব ও নজরুল ইসলাম৷ প্রধান অতিথি বলেন,পাকশীতে ছাত্রলীগ নেতা লাবলু ও এএসআই সুজাউলকে হত্যা করা হয়েছে ৷ এক ছাত্রলীগ নেতার হাত কেটে নিয়ে উল্লস করা হয়েছে৷ যারা প্রকাশ্যে অস্ত্রের মহরা দিয়েছে তাদের অস্ত্র জমা দিতে হবে৷ পাকশী ও ঈশ্বরদীতে ঐসব সন্ত্রাসীসহ কোন অস্ত্রবাজ,চাঁদাবাজ সন্ত্রাসী থাকতে পারবেনা৷ ইপিজেডে সিন্ডিকেট করে চাকুরি দেওয়ার নামে অনেক মা বোনের সম্ভ্রম হানি করা হয়েছে৷ আর কোন মা বোনের সম্ভ্রম হানি করতে দেওয়া যাবেনা৷ টেন্ডার বাজি করতে দেওয়া হবেনা৷ ঈশ্বরদীর কয়েকজন নেতাকে ইঙ্গিত করে বলেন, উচ্চাভিলাস থাকা ভালো৷ কিন্তু সীমাহীন উচ্চাভিলাস মানুষকে দ্রুত পতন করে ৷ ঈশ্বরদীতে তাই হয়েছে৷