বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সমাবেশ
গাজীপুরে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সমাবেশ
গাজীপুর জেলা প্রতিনিধি :: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী শব্দ ব্যবহারের প্রজ্ঞাপন বাতিল, গাজীপুরে আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় কালচারাল একাডেমি প্রতিষ্ঠাতাসহ জমি থেকে উচ্ছেদ বন্ধের দাবিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে গাজীপুরে সমাবেশ র্যালী অনুষ্ঠিত হয়েছে৷ জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে অংশ গ্রহন করেছেন৷
আদিবাসী নেতা সুরেন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিত্বে সমাবেশ শেষে দিবসের কর্মসুচি উদ্বোধন করেন এডভোকেট আসাদুল্লাহ বাদল৷ বক্তব্য রাখেন আদিবাসীনেতা বিকাশ বর্মন, দিনেশ কিশোর বর্মন, রূপচান বর্মন, কোচ রুবেল মন্ডল, পাভেল সরকার, শুকলাল বর্মন, ডাঃ ঊষারঞ্জন কোচ, শুসীল কোচ, দিপক বর্মন, ডাঃ ডিমান বর্মন৷
সমাবেশ শেষে একটি বর্নাঢ্য র্যালী শিববাড়ি থেকে শুরু হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়৷
সমাবেশ উদ্বোধন করে এডভোকেট আসাদুল্লাহ বাদল বলেন, সার্জারি করেও কেউ আদিবাসী থেকে বাঙালি হতে পারে না, বাঙালিও আদিবাসী হতে পারেনা৷ ফলে আদিবাসীদের অস্বিত্ব অস্বীকারের পরিণতি ভাল হবে না৷ মুক্তিযুদ্ধে বাঙালিদের সাথে আদিবাসীরাও অংশগ্রহন করে কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি মিলেনি৷