রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন
মাটিরাঙ্গায় কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা ( খাগড়াছড়ি) প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১৫মিঃ) পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং এলাকায় এবার কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানবন্ধন ও সমাবেশ করেছে অভিভাবকসহ কয়েক’শ শিক্ষার্থী ও এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা৷ বিকালে তাইন্দং বাজারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক৷
অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. সাহাব উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. লোকমান হোসেন ও তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের প্রমুখ বক্তব্য রাখেন৷
বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব উল্লেখ করে শিৰা বিস্তারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে প্রশংসা করেন৷ বর্তমান সরকারের সময় পাহাড়ের অবহেলিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন,মাটিরাঙ্গা প্রত্যন্ত এই জনপদে উচ্চ শিক্ষার প্রসারে তাইন্দং এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন৷ দুর্গম এ জনপদে স্বাধীনতার এতো বছর পরেও কোন কলেজ প্রতিষ্ঠা করা হয়নি বিধায় অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক দুবলতার কারণে উচ্চ শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে৷
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, তাইন্দং মোহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আনম মো.আবদুল করিম, তাইন্দং ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবদুল লতিফ, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও তাউন্দং ইউপি সদস্য মো. শাহীন সরকার ও তাইন্দং বাজার কমিটির সভাপতি মো. সরুজ মিয়া প্রমুখ৷