শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বনপা’র চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচন : কর্ণেল দিদারুল আলম সভাপতি : অধ্যাপক মুকতাদের সম্পাদক নির্বাচিত (ভিডিও সহ)
বনপা’র চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচন : কর্ণেল দিদারুল আলম সভাপতি : অধ্যাপক মুকতাদের সম্পাদক নির্বাচিত (ভিডিও সহ)
চট্টগ্রাম প্রতিনিধি:: বনপা চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ১৭ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার কর্ণেল দিদারুল আলম বীর প্রতীক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক মুকতাদের আজাদ খান।
নির্বাচন পরিচালনা করেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বনপা’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
চার পর্বে সাজানো অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। প্রথম পর্বে ছিল বিভিন্ন পোর্টাল মালিক-সম্পাদকদের উম্মক্ত আলোচনা সভা। এ সভায় সভাপতিত্বে করেন বনপা চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক সুলায়মান মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বনপার কেন্দীয় সভাপতি শামসুল আলম স্বপন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে বনপার সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন, কণেল দিদারুল আলম বীর প্রতীক, বাবলু দাশ, শাহাদাৎ হোসেন আশরাফ ও অনলাইনে বক্তব্য রাখেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)অধ্যাপক আকতার চৌধুরী প্রমূখ।
২য় পর্বে বনপা চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচন। এ সময় উপস্থিত সকল ভোটারদের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়।
বনপা চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচিতদের তালিকা :
১. উপদেষ্টা – মোহাম্মদ এয়াকুব।
২. উপদেষ্টা – হান্নান হায়দার।
৩. সভাপতি-কর্নেল (অবঃ) দিদারুল আলম বীর প্রতীক (সাব-সেক্টর কমান্ডার)।
৪. সিনিয়র সহ-সভাপতি- মোহাম্মদ সুলাইমান মেহেদী হাসান।
৫. সহ-সভাপতি-শাহাদাৎ হোসেন আশরাফ।
৬. সহ-সভাপতি- এম. মিলাদ উদ্দীন মুন্না।
৭. সাধারণ সম্পাদক-অধ্যাপক মুকতাদের আজাদ খান।
৮. সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক-বাবলু দাস।
৯. যুগ্ন-সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলম।
১০. সাংগঠনিক সম্পাদক-সবুজ অরন্য।
১১. সহ-সাংগঠনিক সম্পাদক-কাজী জিয়া উদ্দীন সোহেল।
১২. অর্থ সম্পাদক-অধ্যাপক এ.বি.এম মোজাহিদুল ইসলাম বাতেন।
১৩. দপ্তর সম্পাদক- এম সালাহ উদ্দিন আকাশ।
১৪. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান।
১৫. প্রচার সম্পাদক- এম আনোয়ার হোসেন।
১৬. মহিলা বিষয়ক সম্পাদক- খাদিজা আক্তার পপি।
১৭. শিক্ষা, সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক-মীর মামুন।
১৮. প্রকাশনা সম্পাদক-শামসুদ্দীন চৌধুরী।
১৯. সমাজকল্যান সম্পাদক- আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
২০. নির্বাহী সদস্য- আবু তাহের।
২১. নির্বাহী সদস্য- দেলোয়ার হোসাই।
২২. নির্বাহী সদস্য- তৈয়বুল ইসলাম চৌধুরী।
২৩. নির্বাহী সদস্য- মোহাম্মদ শাহাজাহান।
২৪. নির্বাহী সদস্য- এড. ইব্রাহিম খলিল
২৫. নির্বাহী সদস্য- মুহাম্মদ আলাউদ্দীন বাবর।
২৬. নির্বাহী সদস্য-এম. শামসুল হুদা।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত সভায় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম স্বপনের নেতৃত্বে ও অনুমোদনক্রমে সুলাইমান মেহেদী হাসানকে আহবায়ক ও বাবুল দাসকে সদস্য সচিব করে ৩১ সদস্যের চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় তাকে সহযোগীতা করেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক ও রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
সবশেষে চট্টগ্রামের প্রখ্যাত মোহরা শিল্পী গোষ্ঠির সুরের মোর্ছনায় শেষ হয় ৫ঘন্টাব্যাপী অনুষ্ঠান।
আপলোড : ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩৪ মিঃ