সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালন
বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালন
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মিঃ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়েই সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত্ বার্ষিকী পালনের কার্যক্রম শুরু হয়৷ উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় এসে শেষ হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার৷ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. শাহজাহান, গীতা পাঠ করেন উপজেলা সহকারী শিৰা কর্মকর্তা পঞ্চানন সাহা এবং সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা তৈয়বুর রহমান৷
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, দৌলতপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আমির আলী, রামাপাশা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, আওয়ামী লীগ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী খাদিজা আখতার ফাইজা৷
উপজেলা আওয়ামী লীগ :: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার’র সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান আমির আলী’র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়৷
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনুর হোসাইন, ত্রান ও পুর্নবাসন সম্পাদক ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবদুল ওয়াহাব ও আমিনুল ইসলাম প্রমূখ ।
উপজেলা সাব-রেজিষ্ট্রারী অফিস :: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে উপজেলা সাব-রেজিষ্ট্রারী অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিষ্ট্রার আবদুল হক৷ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাব-রেজিষ্ট্রারের অফিস সহকারি প্রদীপ ধাম, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র ধর, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন আহমদ ও প্রচার সম্পাদক শংকর বিহারী দাশ৷