সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে : ফজলে করিম চৌধুরী এমপি
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে : ফজলে করিম চৌধুরী এমপি
রাউজান প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩২মিঃ)
১৫ আগষ্ট সোমবার দিন ব্যাপী কর্মসূচি পালনের মাধ্যমে রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
রাউজান উপজেলা আওয়ামীলীগ ও দলের সহযোগি সংগঠনের উদ্যোগে পালিত দিবসের কর্মসূচিতে ছিল খতমে কোরআন,রক্তদান, আলোচনা সভা ও ২০ হাজার মানুষের মেজবান।
কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি
সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সকালে রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান সন্ধানী উপজেলা পরিষদের একটি ভবণে রক্ত সংগ্রহ করেন। এখানে সংগৃহীত হয় বিপুল পরিমান রক্ত। আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাউজান নিজাম উদ্দিন পাবলিক হলে ।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী। সভায় প্রধান অতিথি ফজলে করিম চৌধুরী এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালীর জাতির মুক্তির দুত বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা চেষ্টা করেছিল এদেশর মানুষের মন থেকে তার নাম বুঝে ফেলতে। কিন্তু ঘাতকদের এই স্বপ্ন দুস্বপ্নে পরিণত হয়েছে। তিনি জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে এক কাতারে আসতে আহ্বান জানিয়ে বলেন ডিজিটাল বংলাদেশের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিত উন্নয়ন বিপ্লবকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে এদেশকে মর্যদার আসনের বসাতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলের নাম ব্যবহার করে কতিপয় ষড়যন্ত্রকারী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দলের ঐক্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। সংসদ সদস্য বলেন, যারা এ তৎপরতায় লিপ্ত তাদের চিহ্নীত করে প্রতিরোধ করতে হবে।
আলোচনায় অংশ গ্রহন করেন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নিবাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রাউজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, নোয়াপাড়া কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন আহমদ, আলহাজ্ব আবদুস ছালাম, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহজান, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, আজাদ হোসেন, দীলিপ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, এসএম আসাদ উল্লাহ, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, আলহাজ্ব দিদারুল আলম, সরোয়াদ্দী সিকদার, আব্বাস উদ্দিন আহমদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ,ভূপেশ বড়ুয়া, সুকুমার বড়ুয়া, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন চৌধুরী, প্রিয়োতোষ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, নাঈম উদ্দিন চৌধুরী, দুলাল বড়ুয়া, জসিম উদ্দিন চৌধুরী, জাফর আহমদ ও বাবুল মিয়া প্রমূখ।