সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে জাতীয় শোক দিবস পালিত
পানছড়িতে জাতীয় শোক দিবস পালিত
পানছড়ি প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মিঃ) পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ৷ সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, শ্রমিললীগ, মহিলালীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডসহ সর্ববস্থরের জনসাধারন ৷ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে উপজেলা টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন কান্তি বৈদ্য ৷ নাজির হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা ৷
সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান ৷
উপজেলা প্রশাসনের একটি শোক র্যালি বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করেন ৷ পরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উপজেলা পল্লী উন্নয়ন, সমাজসেবা, যুব উন্নয়ন, একটি বাড়ী একটি খামার প্রকল্প কর্মসংস্থানের লক্ষে ঋণ বিতরণ করেন ৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।