সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচী পালন
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচী পালন
ঢাকা প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৫মিঃ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৫ আগষ্ট সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, বিশেষ দোয়া মাহফিল।
সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট নুরজাহান বেগম মুক্তা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুরজাহান বেগম মুক্তা এম.পি বলেন, বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অভিন্ন ও অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু একটি মানচিত্রের নাম একটি জাতির নাম তিনি মৃত্যুঞ্জয়ী।
সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর চেতনা দেশের সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। সরকারিভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। বর্তমানে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাই সরকারি পর্যায়ে বঙ্গবন্ধু গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জোর দাবি করছি। তিনি আরো বলেন, সুখী-সমৃদ্ধ মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে।
কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন, সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এড. মো. মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক এড. খান চমন-ই-এলাহী, পাঠাগার সম্পাদক কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মো. মাসুদ আলম, এস.এম আজাদ হোসেন, মো. দুলাল মিয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. আনোয়ার হোসেন, জামালপুর জেলা কমিটির সহ সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ প্রমুখ।