সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির দাবি : আলীকদমে শোক দিবসের আলোচনা সভায় বক্তারা
বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির দাবি : আলীকদমে শোক দিবসের আলোচনা সভায় বক্তারা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২২মিঃ) বান্দরবানের আলীকদমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনকের ৪১ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস৷ ১৫ আগষ্ট সোমবার দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ভিন্ন ভিন্নভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে৷ এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে কাঙ্গালীভোজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া প্রার্থনা করা হয়৷ আলোচনা সভায় বক্তারা জাতীর জনকের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সকাল ১০ উপজেলা প্রশানের আয়োজনের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা চেয়ারম্যান আকুল কালাম৷
উপজেলা নির্বাহি অফিসার মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুন ইয়াকুব প্রমূখ৷
এছাড়া নয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল এর সঞ্চালনা এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মল হক ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটির সদস্য সচিব মংব্রাচিং মার্মা, ১নং অলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি এম কফিল উদ্দিন, স্বেচ্চাসেবকলীগের সভাপতি শুভরঞ্জন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী ও আহবায়ক আব্দুল মুবিন প্রমূখ৷
সভায় সভাপতিত্ব করেন নবসৃষ্ঠ ৩নং নয়াপাড়া পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা৷