সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনা জেলা প্রশাসনের আয়োজনে শোক সভা ও পুরষ্কার বিতরণী
পাবনা জেলা প্রশাসনের আয়োজনে শোক সভা ও পুরষ্কার বিতরণী
সোহেল রানা, পাবনা :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৩মিঃ) জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি বাংলার মহা নায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু৷
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজীত নাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবির, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন কুমার চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার প্রমূখ৷ বক্তাগণ বঙ্গবন্ধুর দীর্ঘ কর্মময় রাজনৈতিক জীবন ও তার হত্যাকান্ড আলোচনা করেন৷ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিক্ষা ও আইটি মাকসুদা বেগম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক মনিরুজ্জামান মান্না, জাতীয় ৪ নেতা পরিষদের সভাপতি আব্দুর রহিম পাকন, পাবনা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী একেএম বেঞ্জামিন রিয়াজী৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি পাবনা সদর) মো. শওকত আলী ও সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় মাহফুজা সুলতানা৷