মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রথম শ্রেণীর ঈশ্বরদী পৌরসভার নাগরিক সুবিধা বাড়েনি
প্রথম শ্রেণীর ঈশ্বরদী পৌরসভার নাগরিক সুবিধা বাড়েনি
তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রতিনিধি :: প্রথম শ্রেনীর পৌরসভা হওয়া সত্ত্বেও ঈশ্বরদী প্রায় এক লাখ পৌরবাসির নাগরিক সুবিধা বাড়েনি৷ বেড়েছে পৌর ট্যাক্স, আলো স্বল্পতা ও পানির বিল৷ প্রথম শেনীর পৌরসভার অনেক রাস্তার অবস্থা ভালো নেই৷ কোন কোন রাস্তায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে জন দূর্ভোগ বৃদ্ধি পায়৷ আবার কোন কোন রাস্তায় মালবাহি ট্রাকের চাকা পুঁতে রাস্তা ব্লক হয়ে অন্যান্য যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়৷ পানির বিল সংযোগ প্রতি ৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২’শ টাকা করা হয়েছে৷ কিন্তু পানি সাপ্লাইয়ের গুনগত মান বাড়ানো হয়নি৷ আবার চাহিদার শতকরা মাত্র ৩৫ ভাগ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে৷ ৩১ দশমিক শূণ্য ৭৩ বর্গ কিলোমিটার আয়তনের পৌর এলাকায় সংশিস্নষ্ট অফিসের হিসাব অনুযায়ী ২৫’শ৯১ টি রড ও এনার্জি লাইট জ্বালানোর কথা বলা হলেও প্রকৃত পক্ষে কয়টি জ্বলে তা বলা কঠিন৷ তবে উপজেলা রোডে প্রায় মাসাধিক কাল থেকে রড লাইট জ্বলেনা৷ সন্ধ্যার পর থেকে ভুতুরি অবস্থার সৃষ্টি হয়৷ ট্রাফিক জ্যামের পাশাপাশি বাজার রোডে দিনের বেলায় ট্রাক থেকে মালামাল আনলোডিং করায় জনদূর্ভোগ চরমে পৌচেছে ৷ রেলগেটে ফ্লাইওভার না থাকায় প্রতিদিন স্কুল কলেজ গামি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকে পোহাতে হয় চরম ভোগান্তি ৷ এ অবস্থা চলছে দীর্ঘদিন থেকে৷ বিমান বন্দর রোড,উপজেলা রোডসহ বিভিন্ন রাসত্মার অবস্থা নাজুক৷ মাঝে মধ্যেই এসব রাস্তায় দূর্ঘটনা ঘটে৷ পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সামন্য বৃষ্টিতেই অনেক এলাকায় মানুষকে ভোগান্তির শিকার হতে হয়৷ দীর্ঘদিনের এসব সমস্যা দুরিকরনে পৌরবাসি মেয়রের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছে ৷