মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পিস্তলসহ এক ব্যক্তি আটক
গাজীপুরে পিস্তলসহ এক ব্যক্তি আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মিঃ) গাজীপুরের শ্রীপুর থেকে ১৫ আগস্ট সোমবার রাতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷
১৬ আগস্ট মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান৷
আটক ব্যক্তির নাম শংকর সাহা (৪০)৷ তিনি কুমিল্লার মুরাদনগর থানার ঠোলা এলাকার মৃত রমেশ সাহার ছেলে৷
পুলিশ সুপার জানান, সোমবার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় চুন্নী বাবুর রাইস মিলে অভিযান চালানো হয়৷ অভিযানে ওই রাইস মিলের ম্যানেজার শংকর সাহাকে আটক এবং তার নিকট থেকে ম্যাগজিন ভর্তি পাঁচ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন পালিয়ে যায়৷
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী এলাকায় অভিযান চালানো হয়৷ এসময় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়৷
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার মোসলেম উদ্দিনের দুই ছেলে সুমন (৩২) ও রাসেল (২৫) এবং অজ্ঞাতনামা একজন পালিয়ে যায়৷
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে৷ শংকর শাহ পরিবারসহ শ্রীপুরের বরমী পাঠানটেক এলাকায় বসবাস করতেন৷
সুমন ১১টি ডাকাতি মামলার এবং রাসেল ২টি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি৷